ধর্ষণের অভিযোগে ৬ মাস আটকে রাখার ঘটনায় কণ্ঠশিল্পী নোবেল জেলে
কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেলকে ধর্ষণ ও অবৈধভাবে আটকে রাখার অভিযোগে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার ডেমরার একটি বাসা থেকে ১৯ মে রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং ওই বাসা থেকে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে।
পুলিশ জানায়, ২০২৪ সালের নভেম্বরে ভুক্তভোগী নারীকে স্টুডিও দেখানোর কথা বলে নোবেল তার বাসায় নিয়ে যান। সেখানেই তার মোবাইল ফোন ভেঙে ফেলেন এবং তাকে ধর্ষণ করেন। পরবর্তীতে ধর্ষণের ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দীর্ঘ ছয় মাস ওই নারীকে জিম্মি করে রাখেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
২০ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে নোবেলের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আদালতে নোবেলের আইনজীবী দাবি করেন, ওই নারী নোবেলের স্ত্রী এবং চার মাসের অন্তঃসত্ত্বা। তবে বৈবাহিক সম্পর্কের কোন বৈধ কাগজপত্র বা প্রমাণ আদালতে উপস্থাপন করতে পারেননি।
ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং পুলিশ আরও তথ্য সংগ্রহে কাজ করছে।

0 Comments